চাঁপাইনবাবগঞ্জ বিজনেস অব অ্যাসোসিয়েশন(ক্যাব)এর জন্মদিন উপলক্ষে ফটো কনটেস্ট এর আয়োজন করা হয়েছে। যা চলবে আজ অর্থাৎ ২৬ তারিখ থেকে ৩০ তারিখ রাত ১০ টা পর্যন্ত।
ফটো কন্টেস্টে অংশগ্রহণের নিয়মাবলিঃ
১। #CabPhotoContest এই ট্যাগ ব্যবহার করে পোস্ট করতে হবে।এই ট্যাগ ছাড়া পোস্ট করলে তা এ্যাপ্রুভ হবে না।
২।ফটো কনটেস্ট চলাকালীন সময়ে হেল্প পোস্ট এবং রিভিউ পোস্ট ছাড়া অন্য কোনো পোস্ট এ্যাপ্রুভ হবে না।
৩। প্রতি পোস্টে কেবলমাত্র ১টি ছবি প্রযোজ্য।
৪। নিজের তোলা ছবি পোস্ট করতে হবে । অনলাইন থেকে ডাউনলোড করা ছবি পোস্ট করলে সেই পোস্ট এ্যাপ্রুভ হবে না।
৫।যত খুশি পোস্ট দৈনিক করতে পারবেন।
৬। পোস্টের পাবলিক শেয়ার এবং রিয়েকশন প্রাপ্তির ভিত্তিতে মার্কস দেয়া হবে ।
(প্রতিটি পাবলিক শেয়ারে ২ পয়েন্ট এবং রিয়েকশনে ১ পয়েন্ট)।প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত যার পোস্টের মোট মার্ক এগিয়ে থাকবে সেই হবে বিজয়ী।)
৭।এই কন্টেস্টে যেকোন সিদ্ধান্ত পরিবর্তনের স্বত্ব রাখে ক্যাব এডমিন প্যানেল।




ফটো কনটেস্টে প্রথম তিনজন বিজয়ীদের জন্য থাকছে আকর্ষনীয় পুরষ্কার। তা পরবর্তীতে ঘোষণা করে দেওয়া হবে।


(এডমিন প্যানেলের মেম্বাররা অংশগ্রহণ করতে পারবে তবে বিজয়ী হতে পারবে না )
0 coment rios: