Friday, September 30, 2022

ক্যাব থেকে এবার লাখপতি হলেন সাঈদী

 


ক্যাব গ্রুপ থেকে এবার লাখপতি হলেন চাঁপাইনবাবগঞ্জ সদরের মোসাব্বির সাঈদী। এক্সিম ব্যাংক কৃষিবিদ্যালয়ের আইন বিভাগে পড়াশোনা করা এই তরুণ উদ্যোক্তার শো রুম রয়েছে শহরের প্রাণকেন্দ্র নিউ মার্কেটে(শাটু হলের ১ম গলি)। মূলত বোরকা এবং হিজাব দিয়েই তার এই সাফল্য এসেছে।

গ্রুপে প্রথমদিকে তিনি নিশ্চুপ থাকলেও পরবর্তীতে অন্যান্য ক্যাবারদের পোস্ট দেখে নিজেই পোস্ট করা শুরু করেন। শুরু থেকেই সাড়া ফেলতে পেরেছিলেন এবং তার ধারাবাহিকতা বজায় রেখেছেন। এক সময় গ্রুপের পোস্ট দেখে গ্রুপের সদস্যরা তার দোকানে আসা শুরু করেন। আর এভাবেই গত অর্থ বছরে ১ লক্ষ ৩৪ হাজার টাকার রেভিনিউ অর্জন করেছেন।

মোসাব্বির সাঈদী জানান, " গত দুই ঈদে ক্যাব থেকে প্রায় ৭০ হাজার টাকা সেল এসেছে। অথচ ক্যাবের সাথে যখন প্রথম যুক্ত হই, তখন ভাবতেও পারিনাই যে এই একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকেই লাখপতি হয়ে উঠতে পারব।"


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: