মাসুম বিল্লাহ |
লিখেছেন- মোহারম আলী
নিজের চেনা বন্ধুকে অচেনা হতে দেখার যন্ত্রনা সবাই কমবেশি অনুভব করেন। কিন্তু এই যন্ত্রনা থেকে বের হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার খবর কতজন জানেন? চলেন আজকে জেনে নেই এমনই এক তরুণ মাসুম বিল্লাহর গল্প। ঐতিহাসিক ছোট সোনা মসজিদের এলাকা শিবগঞ্জের এই যুবক অর্থনীতি নিয়ে পড়াশোনা করছেন নবাবগঞ্জ সরকারি কলেজে। এর পাশাপাশি সবাইকে ভালো মানের ঘি আর মধু পৌঁছে দেবার উদ্যোগ গ্রহণ করেছেন।
সামাজিক কাজের প্রতি ইচ্ছা থাকলেও খুব বেশিদিন ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো যায় না। তাই বাণিজ্যিক কিছু করার তাড়না থেকেই তার এই উদ্যোগ- বাংলাদেশ ফুডস এন্ড ফ্যাশন ।
আর তার এই উদ্যোক্তা হিসেবে পথচলার পথে ঘি ঢেলেছে তারই এক কাছের বন্ধু যে কিনা তার বেকারত্বের কারণ দেখিয়ে সঙ্গ ত্যাগ করেছিল। মধু নিয়ে উদ্যোগ হলেও চলার পথ মোটেই মধুময় ছিল না। মধু সংগ্রহ করতে যেয়ে মৌমাছির কামড় সহ্য করতে হয়েছে। ভর্তি হতে হয়েছে হাসপাতালেও। এরপরেও এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করায় আত্মীয় স্বজনের কটুক্তির শিকারও হন।
তবে মজার বিষয় হলো যারা তাকে বাঁকা চোখে দেখতো তারাই এক সময় তার ক্রেতায় পরিণত হন। এইরকম ছোট ছোট প্রাপ্তির পাশাপাশি তার আরও একটি প্রাপ্তি আছে। তিনি একটি স্কুলে শিক্ষকতার দায়িত্বও পালন করছেন যেখানে মিলেছে তার সততা ও নিষ্ঠার এওয়ার্ড।
নতুন যারা এইসব প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায় তাদের উদ্দেশ্যে মাসুমের পরামর্শ," নিত্য নতুন পন্থা দিয়ে সাজাতে হবে ব্যবসায়িক পরিকল্পনা আর কাস্টমারের সন্তুষ্টিই হতে হবে এই ব্যবসার লক্ষ্য। তার উদ্যোক্তা জীবনের এই যে অগ্রযাত্রা সেই যাত্রার শুরু যে ক্যাব তা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন প্রতিশ্রুতিশীল এই উদ্যোক্তা।
0 coment rios: