চাঁপাইনবাবগঞ্জের আরামবাগের মেয়ে তরুণ উদ্যোক্তা প্রতীতি প্রজ্ঞা। মাত্র এক বছরে হয়ে উঠেছেন লাখপতি সেলার।
একজন মেয়ে একজন মা, সন্তানের মতো পরম যত্নে 'আলভিয়া কিচেন' নামে ব্যবসায়ী উদ্যোগ চালিয়ে যাচ্ছেন।
করোনায় যখন সবকিছু বন্ধ হয়ে গিয়েছিল ঠিক তখন তিনি হোমমেড খাবার বিজনেস শুরু করেন।
তিনি বলেন, 'হোমমেড খাবার বিজনেসটাকে বাস্তবায়ন করতে প্রয়োজন ছিলো আমার পরিচিতির। আমাকে সবার কাছে পরিচিত হতে সাহায্য করেছে ক্যাব।'
ক্যাব গ্রুপে প্রথম পোস্টের দিন তার ৫ টি পিজ্জার অর্ডার কনফার্ম হয় বলে জানান। পিজ্জা দিয়ে শুরু, এরপর ধীরে ধীরে বিভিন্ন হোমমেড খাবার যেমন বিরিয়ানি, কাচ্চি, মোরগ পোলাও, গ্রিল ও নান, খিচুড়ি, কাঁচা পটেটো চিপস, ফ্রোজেন রুটি, জর্দা পোলাও যুক্ত করেন।
প্রথমে তার মধ্যে ভয় কাজ করলেও এখন সেই ভয়টা কাজ করেনা। চাঁপাইনবাবগঞ্জের মানুষের মধ্যে পরিচিত হতে, অর্ডার পেতে তিনি ক্যাবের অবদানের কথা অকপটে স্বীকার করেন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য এখন তিনি মাসে ১৫ থেকে ২০ হাজার টাকার খাবার বিক্রি করেন।
ক্যাবে প্রতিদিন ২ থেকে ৩ ঘন্টা সময় দিয়ে সপ্তাহের প্রতিদিন পোস্ট দিয়ে তিনি এমন পর্যায়ে পৌঁছেছেন বলে জানান। .
ক্যাবের পক্ষ থেকে আলভিয়া কিচেনের স্বত্বাধিকারী প্রতীতি প্রজ্ঞার জন্য শুভ কামনা।
0 coment rios: