Saturday, October 8, 2022

গ্রামীন ট্রাভেলস-ক্যাব মেগা মিট আপের গোল্ডেন-সিলভার স্পন্সর হলো যারা

 


গ্রামীন ট্রাভেলস-ক্যাব মেগা মিট আপ অনুষ্ঠিত হবে আগামী ৯ অক্টোবর,২০২২ তারিখে। এদিন শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হোটেল স্কাই ভিউ ইনে বসবে উদ্যোক্তাসহ শহরের গুণী ব্যক্তিদের মিলনমেলা।

সকাল ১০ টায় শুরু হয়ে এই মিট আপ শুরু হয়ে চলবে সন্ধ্যা ৭ টা পর্যন্ত। সকালে এওয়ার্ড ফাংসন, দুপুরে লাঞ্চ শেষে বিকেলে রুফটপে বসবে পণ্যমেলা যা সকলের জন্য উন্মুক্ত। উন্মুক্ত পণ্যমেলায় অংশ নিতে বিকাল ৩ টায় দর্শকেরা এন্ট্রি নিতে পারবেন।

 গ্রামীন ট্রাভেলস এই ইভেন্টের টাইটেল স্পন্সর করছে। এছাড়া গোল্ড স্পন্সর করেছেন- ডেল্টা হাসপাতাল, আদর্শ গ্রুপ এবং মমতা হাসপাতাল।
সিলভার স্পন্সর করছে- বসুন্ধরা ক্লিনিক, সাওবুন, কেয়াজ মেকওভার এবং টং ঘর (স্ন্যাক্স)

এছাড়া ২০ জন উদ্যোক্তা স্টল নিয়ে পণ্যের পসরা সাজিয়ে বসবেন। 


পুরো প্রোগ্রামের ইভেন্ট ম্যানেজমেন্ট স্পন্সর করছেন-  ' বিয়ের আয়োজন'


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: