চাঁপাইনবাবগঞ্জ এসোসিয়েশন অব বিজনেস (ক্যাব) এর আয়োজনে গ্রামীন ট্রাভেলস-ক্যাব মেগা মিট আপ ২০২২ এর ব্যানারে বসছে পণ্যমেলা।
আগামী ৯ অক্টোবর শহরের প্রাণকেন্দ্র স্কাই ভিউ ইনের রুফটপে বসছে এই পণ্যমেলা। পণ্যমেলায় বিভিন্ন উদ্যোক্তা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন ও বিক্রয় করবে। মেলা উপলক্ষে থাকবে বিশেষ ছাড়।
সকাল থেকে উদ্যোক্তাদের মিলনমেলা বসলেও বিকাল ৩ টায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হবে এই পণ্যমেলা। রুফটপে চাঁপাইনবাবগঞ্জের নয়নাভিরাম দৃশ্য উপভোগের সাথে সাথে দর্শনার্থীরা বিশেষ ছাড়ে বিভিন্ন স্টল থেকে পণ্য ও সেবা কেনার সুযোগ পাবেন।
এই মেলা আয়োজক কমিটির আহবায়ক রেজওয়ান কাদের জানান, " ক্যাবের আয়োজনে এই মেলায় ক্রেতা বিক্রেতার মিলনমেলা বসবে। এই আয়োজনের অনলাইন থেকে ক্রেতা বিক্রেতার সম্পর্ক অফলাইনে গড়াবে যা ক্রেতা বিক্রেতার সম্পর্ককে মজবুত করবে।
0 coment rios: