চাঁপাইনবাবগঞ্জের উদ্যোক্তাদের অনলাইন সংগঠন Chapainawabganj Association of Business (CAB) /ক্যাব এর উদ্যোগে CAB Social Responsibility তথা CSR এর যাত্রা শুরু হয়েছে।
আজ ৪ নভেম্বর (শুক্রবার) ২০২২, দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদরে ঘুরে ঘুরে ১০ জন মানুষের জন্য মোরগ পোলাও খাবারের আয়োজন করা হয়।
ক্যাবের সুপার অ্যাক্টিভ উদ্যোক্তা থেকে খাবার অর্ডার দিয়ে সেগুলো বিতরণ করেছেন প্যানেল মেম্বার।
সামাজিক দ্বায়বদ্ধতার জায়গা থেকে এমন আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও এইরকম অনেক সামাজিক কাজ বাস্তবায়ন করতে পরিকল্পনা রয়েছে ক্যাবের।
0 coment rios: