Friday, November 4, 2022

ক্যাবের ভালোবাসায় এক বেলা মোরগ পোলাও খেলো কিছু মানুষ || সামাজিক দ্বায়বদ্ধতা || CSR || CAB

 


চাঁপাইনবাবগঞ্জের উদ্যোক্তাদের অনলাইন সংগঠন Chapainawabganj Association of Business (CAB) /ক্যাব এর উদ্যোগে CAB Social Responsibility তথা CSR এর যাত্রা শুরু হয়েছে। 
আজ ৪ নভেম্বর (শুক্রবার) ২০২২, দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদরে ঘুরে ঘুরে ১০ জন মানুষের জন্য মোরগ পোলাও খাবারের আয়োজন করা হয়।
ক্যাবের সুপার অ্যাক্টিভ উদ্যোক্তা থেকে খাবার অর্ডার দিয়ে সেগুলো বিতরণ করেছেন প্যানেল মেম্বার। 
সামাজিক দ্বায়বদ্ধতার জায়গা থেকে এমন আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও এইরকম অনেক সামাজিক কাজ বাস্তবায়ন করতে পরিকল্পনা রয়েছে ক্যাবের। 

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: