Thursday, January 19, 2023

ক্যাবের লাখপতি সেলার ইমু এখন আহেলীর স্বত্ত্বাধিকারী



খারাপ সময়ে সবাই ভেঙ্গে পড়ে। ক'জন পারে মন শক্ত করে সামনে এগিয়ে যেতে। সায়মা আজিজ ইমু পেরেছেন।  এমনই একজন সাহসী তরুণী ইমুর গল্প শুনবো আজ। 


সৃজনশীল ইমু গ্রাজুয়েশনের পর সংসার সামলিয়ে তার উদ্যোগ নিয়েছিলেন। উদ্যোগ শুরুর গল্পটা করোনা মহামারীর সময়েই। অন্য কোন কাজের সুযোগ না থাকলেও রান্নার প্রতি ঝোঁকের কারণে হাংরেজি নামের হোমমেড ফুড এর উদ্যোগ শুরু করেন যারই পরিণত রূপ আহেলী। শহরের প্রাণকেন্দ্র বাতেন খাঁর মোড়ে সম্প্রতি আহেলী নামে সৃজনশীল একটা রেস্টুরেন্ট সামলাচ্ছেন সফলতার সাথে। ক্যাব গ্রুপের মাধ্যমে লাখপতি সেলারও হয়েছিলেন। সেই থেকে পথচলা শুরু। তারপর আর ফিরে তাকাতে হয় নি। 


তবে প্রতিটা উদ্যোক্তার মতো তাকেও শুনতে হয়েছে নানা কটুকথা। মেয়ে হয়ে ব্যবসা করবে এই বিষয়টি সবাই ভালো চোখে দেখতে পারে নাই। তবে পরিবারকে পাশে পাওয়ায় এই যাত্রায় সব বাধা উপেক্ষা করে আজকের এই অবস্থানে আসতে পেরেছেন বলে জানান ইমু। বিজনেস করার সময় নানান সুখ স্মৃতিও অর্জন করেছেন। কোন এক সময় ফেক আইডি থেকে অর্ডার গ্রহণ করার পর ডেলিভারি দেবার পর দেখেন ফেক আইডির মালিক তারই ফুফু। তবে উদ্যোক্তা জীবনে ক্যাব থেকে ২ টি এওয়ার্ড এবং মার্ক্স ডেজার্ট কুইন হওয়াটাকে নিজের প্রাপ্তি বলে মানেন। 


রান্নাবান্নার উদ্যোগে যারা আসার চিন্তা করছেন তাদের উদ্দেশ্যে ইমুর পরামর্শ, " যেকোন নতুন উদ্যোগের শুরুতে মানুষের বাধা আসবেই। তবে মনের জোর না হারিয়ে লেগে থাকলে সফলতা মিলবে।" 


লিখেছেন- কামরিন কিবরিয়া কেয়া


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: