'স্কাই ভিউ ইন' নিলো ক্যাবের গিফট স্পন্সরশিপ
ক্যাব গ্রুপে চলছে ভালোবাসার উৎসব। মূলত ক্রেতা-বিক্রেতার মধ্যে সম্পর্ককে মজবুত করতে ক্যাব গ্রুপ ভিন্নধর্মী এই উদ্যোগ নিয়েছে। এই উৎসবের গিফট স্পন্সর করছে স্বনামধন্য থ্রি স্টার হোটেল স্কাই ভিউ ইন।
উৎসব চলাকালীন যে কেউ ক্যাবের যেকোন সদস্যকে নিয়ে ভালো লাগার অনুভূতি শেয়ার করতে পারবে। লাভ ফর ক্যাব শিরোনামে এই উৎসব চলবে ৭ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। উৎসব শেষে ২ জোড়া সদস্যকে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ীদের জন্য হোটেল স্কাই ভিউ ইনের তরফ থেকে থাকছে বিশেষ ক্যান্ডেলাইট ডিনার।
উল্লেখ্য যে ক্যাব উদ্যোক্তা- ব্যবসায়ীদের ভার্চুয়াল প্লাটফর্ম। মূলত লার্নিং-কানেক্টিং প্লাটফর্ম হলেও বিভিন্ন সেক্টরে অবদান রাখতে চেষ্টা করে যাচ্ছে ক্যাব।
0 coment rios: