3rd winner- Sharifa Khatun Sima
চাঁপাইনবাবগঞ্জের মেয়ে শরিফা খাতুন সিমা। নিজের জানা সব টুকু জ্ঞান কাজে লাগান তিনি। বাসায় বসে বসে হাতে বুনন করতে থাকেন বিভিন্ন ধরনের শাড়ি ও থ্রি-পিস।
তার ফেসবুকে পেজের নাম: প্রচেষ্টা নকশি কর্নার (Prochesta Noksi Corner)
২০২০ সালের করোনা মহামারীতে যাত্রা শুরু। সংসার আর নিজ উদ্যোগ ভালোভাবেই সামাল দিচ্ছেন তিনি। এই কাজের জন্য পরিবার,স্বামীর কাছ থেকে যথেষ্ট পরিমান সাহায্য পাচ্ছেন বলে জানান সিমা। সারাদিন বসে থেকে অনলাইনে বা ফেসবুকে এমনি এমনি ঘাটাঘাটি না করে সময় ও মেধাকে কাজে লাগিয়ে ফেসবুক থেকেও টাকা ইনকাম করে নিজেকে স্বাবলম্বী করা যায় এই চিন্তাটাই সিমার মনে জাগ্রত হয়। তিনি এই চিন্তাটাই সবার মাঝে জাগ্রত করতে চান।
তার সাথে যোগাযোগের জন্য : ০১৭১৭৬৭২৬৫৬
ফেসবুক আইডি: Sharifakhatun Sima
0 coment rios: