চড়ুইভাতির একটি অংশ হচ্ছে ফান গেম যার বিভিন্ন পুরস্কার স্পন্সর করেছে ক্যাবের সদস্যগণ। এর মধ্যে ১২ টি গিফট স্পন্সর হয়েছেন ক্যাবেরই ১২ জন প্রতিশ্রুতিশীল উদ্যোক্তা। স্পন্সর হলেন যে ১২ উদ্যোক্তা-

পেজ : কিচেনেট


পেজ: চা বাড়ি- Tea House

পেজ: Abedin Architects & Engineers

পেজ: চাঁপাই এর রকমারি পন্য

পেজ: জলি অর্গানিক হেয়ার অয়েল - Joly Organic Hair Oil

পেজ :Yeasmin creation's

পেজ- Pure's Sign

পেজ: চাঁপাই গ্রোসারি

.পেজ:Habiba's Collection

পেজ:Tasan's paint gallery

পেজ: Sawboon boutique house
এছাড়াও ক্যাব চড়ুইভাতির ফটোগ্রাফি পার্টনার হয়েছে ইমোশন জিতের ইমোশন ওয়েডিং জোন। এই প্রতিষ্ঠানের উদ্যোগে ক্যাবারদের প্রথম এই ভিন্নধর্মী আয়োজনের স্মৃতি ধরে রাখবে। এছাড়া ফটো বুথেরও ব্যবস্থা করার চেষ্টা চলছে। ফাহমিদা ফেরদৌস নিতু পুরো প্রোগ্রামটি শুরু থেকে সমন্বয় করে আসছেন এবং আয়োজনটি সবাই উপভোগ করবেন বলে আশাবাদী। একই সাথে তিনি স্পন্সর করার জন্য সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
এছাড়াও ক্যাব চড়ুইভাতির ফটোগ্রাফি পার্টনার হয়েছে ইমোশন জিতের ইমোশন ওয়েডিং জোন। এই প্রতিষ্ঠানের উদ্যোগে ক্যাবারদের প্রথম এই ভিন্নধর্মী আয়োজনের স্মৃতি ধরে রাখবে। এছাড়া ফটো বুথেরও ব্যবস্থা করার চেষ্টা চলছে। ফাহমিদা ফেরদৌস নিতু পুরো প্রোগ্রামটি শুরু থেকে সমন্বয় করে আসছেন এবং আয়োজনটি সবাই উপভোগ করবেন বলে আশাবাদী। একই সাথে তিনি স্পন্সর করার জন্য সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
0 coment rios: